Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আলাল-নীরবসহ ৮ জনের সাজা

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ | ০৩:২১ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ | ০৩:২১ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির আলাল-নীরবসহ ৮ জনের সাজা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:
আদালত প্রাঙ্গণে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব।

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও জামায়াতের ঢাকা দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম মাসুদসহ আটজনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় দেন। এক দশক আগে রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ধানমন্ডি থানায় ওই মামলা করা হয়েছিল।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছরের কারাভোগ করতে হবে।

Manual7 Ad Code

দণ্ডিতপ্রাপ্ত বাকিরা হলেন বিএনপির হারুন অর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম।

Manual7 Ad Code

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর সাতমসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

Manual4 Ad Code

শেয়ার করুন