বিএনপির লংমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Daily Ajker Sylhet

admin

১১ ডিসে ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ


বিএনপির লংমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ভারতের আগ্রাসনের বিরুদ্ধের জাতীয়তাবাদী দল বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মূলত আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা, এদেশের জাতীয় পতাকাকে অবমাননা ও দেশকে নিয়ে মিডিয়া পাড়ামিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে, মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জের এই তিন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে।

লংমার্চ কর্মসূচিকে ঘিরে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে জড়ো হতে দেখা যায়। ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’ জনগণ, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নেই’ এমন বিভিন্ন লিখনির প্লেকার্ড-ফেস্টুন বিভিন্ন স্লোগানে মুখরিত রেখেছেন মহাসড়ককে।

উপস্থিত তিন সংগঠনের নেতাকর্মীরা ভারতকে বিন্দু মাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। তারা বলেন, ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশর জাতীয় পতাকাকে অবমাননা করেছে, হাইকমিশনে হামলা করেছে। মূলত তাদের পছন্দ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরে আনতে তাদের অপচেষ্টার শেষ নেই। ভারতীয় মিডিয়ায় দেশকে নিয়ে অপপ্রচার বন্ধের জন্যে আমরা আখাউড়ার উদ্দেশে রওনা করবো।

Sharing is caring!