বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

Daily Ajker Sylhet

admin

০৩ জুলা ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ


বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানায় বিএনপি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে সমাবেশে এহামলার ঘটনা ঘটেছে। সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা হামলা চালায় বলে জানায় বিএনপির নেতারা। বিএনপি নেতাদের দাবি আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা এ হামলা চালায়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপি চেয়ারপার্সনসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবির পাশাপাশি সমাবেশে হামলার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম জানান, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sharing is caring!