Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড সন্ত্রাসী সংগঠনের মতো: সজীব ওয়াজেদ জয়

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড সন্ত্রাসী সংগঠনের মতো: সজীব ওয়াজেদ জয়

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সমাবেশের নামে যে তাণ্ডব চালিয়েছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এ ভিডিও সম্বলিত একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Manual1 Ad Code

সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিএনপির অফিসিয়াল পেজকে তার স্ট্যাটাসে মেনশন করে তিনি লেখেন, এদের কর্মকাণ্ড ঠিক যেন একটা সন্ত্রাসী সংগঠনের মতো। পিকেটার @bdbnp78 ছাত্র সংগঠন তাদের ‘চলমান অবরোধ’ সফল করতে পুলিশের ভ্যানে ককটেল নিক্ষেপ করেছে।

Manual8 Ad Code

২৮ অক্টোবরের কথা উল্লেখ করে তিনি লেখেন, কয়েকদিন আগে এই দলের হিংস্র ক্যাডাররা একজন পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি পুলিশ অফিসারকে আহত হয়েছেন।

পুলিশ অফিসারের নৃশংস হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে, একজন সিনিয়র বিএনপি নেতা প্রকাশ্যে দাবি করেছেন ‘তাদের সমাবেশ সফল হয়েছে’। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সমাজের সুশীল সমাজ।

Manual8 Ad Code

সব শেষে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি-জামায়াত ক্যাডারদের ডাকা এই ধরনের ধর্মঘটে যানবাহনে আগুন, বোমা হামলার স্মৃতি, ঘুমের মধ্যে মানুষ হত্যা করেছিল তারা। সে এসময় কমপক্ষে ৯০ জন পুলিশ সদস্যকে হত্যা করে তারা।

শেয়ার করুন