Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

admin

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১০:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি-জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে দলটির প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবীদ্বারের মা-বোনেরাই যথেষ্ট। দেবীদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে, এরপর আমার আশেপাশের মানুষজন। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। নেতাদের নাম বলতে পারব না, তবে দেবীদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি, তারা প্রত্যেকেই আমার পাশে দাঁড়াবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী গণসংযোগ ও প্রচারণা’ শেষে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে আ‌য়ো‌জিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, আমরা প্রতিযোগিতা করব, কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে। আপনারা যার যার ভোট সে সে দেবেন। মারামারি করবেন না। যারা মারামারি করে, তাদের কাজই হলো মারামারি করে তাদের দলকে উপস্থাপন করা।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। মনে রাখবেন, যারা ভয় দেখায় তাদের গদি লইড়া যাইতেছে। এই কারণেই তারা ফোন দিয়ে ভয় দেখায়। আর মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজেই ভয় পায়। আমরা কাউকে ফোন দেইনি, কাউকে ভয় দেখাইনি। আমরা কেন ভয় দেখাবো? ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, যারা আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পেরেছে— তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা আমরা বন্ধ করে দেব। এজন্যই তারা এখন আমাদের সঙ্গে বিরুদ্ধাচরণ শুরু করেছে।

Manual3 Ad Code

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির দেবীদ্বার উপজেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, মাওলানা রায়হান সিদ্দিক, শামীম আহমেদ, সা‌জেদুল রাফসান প্রমুখ।

Manual4 Ad Code

শেয়ার করুন