বিজিবি’র পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আটক ২

Daily Ajker Sylhet

admin

০৯ মার্চ ২০২৪, ০৭:১৮ অপরাহ্ণ


বিজিবি’র পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) ।

 

গত শুক্রবার রাতে ধর্মঘর বিওপি ক্যাম্পের জোয়ান সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাক হরষপুর হাজী বাড়ির মো.কেনু মিয়ার ছেলে এবং একই থানার হরষপুর গ্রামের মিশু মিয়ার ছেলে সুজন শাহ। ধর্মঘর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ দুই যুবককে আটক করে। এসময় মাদক পরিবহনের দায়ে একটি অটোরিক্সা ও জব্দ করা হয়।

 

অপরদিকে হরষপুর বিওপি বিজিবি সদস্যরা রাতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রাম থেকে ভারতীয় ৩০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ করেছে।

 

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক দমনে তৎপর বিজিবির সরাইল ব্যাটালিয়ন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!