Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ পাঠানোর শর্তে বিয়ে বৈধ হবে কি?

admin

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিদেশ পাঠানোর শর্তে বিয়ে বৈধ হবে কি?

Manual6 Ad Code

ইসলাম ও জীবন ডেস্ক:
প্রশ্ন: আমাদের এলাকায় এক ছেলে এ শর্তে বিয়ে করেছে যে, মেয়ে পক্ষ তাকে বিদেশ পাঠাবে। বিবাহের মধ্যে এ ধরনের শর্ত করা কি জায়েজ?

Manual3 Ad Code

উত্তর: না। এ ধরনের শর্ত করা জায়েজ নয়। কেননা, মেয়ে বা মেয়েপক্ষ থেকে শর্ত করে বা চাপ প্রয়োগ করে কোনো অর্থ, সম্পদ বা সেবা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। এটা পরিষ্কার ঘুষ।

আর সহিহ হাদীসে আছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহিতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’ (সুনানে আবু দাউদ ৪/২১০; জামে তিরমিযী ১/১৫৯; ইবনে মাজাহ ২/৩২৩; সুনানে বায়হাকী ১০/২৬৫; মুসান্নাফ আবদুর রাযযাক ৮/১৪৮)

Manual3 Ad Code

সুতরাং আকদের সময় এ ধরনের শর্ত করা হলেও তা বাতিল ও অগ্রহণযোগ্য। আর এই শর্তের সুবাদে স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হলে তা ফেরত দেওয়া অপরিহার্য। (আলফাতাওয়াল খাইরিয়্যাহ ১/৪৮; রদ্দুল মুহতার ৫/৭০১; আলবাহরুর রায়েক ৬/২৬২)

Manual4 Ad Code

সৌজন্যে: মাসিক আল-কাউসার

শেয়ার করুন