Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ মা দ কসহ একজনকে ধরলো র‌্যাব-৯

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
বিপুল পরিমাণ মা দ কসহ একজনকে ধরলো র‌্যাব-৯

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে এসব মাদক জব্দ করে র‌্যাব।

আটত ব্যক্তির নাম মো. মিজান (৩৭)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তেলিয়াপাড়া গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে।

Manual7 Ad Code

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ জব্দ করা হয়। এ সময় মো. মিজান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে র‍্যাব।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

শেয়ার করুন