বিমানের সিটের নিচে ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ

Daily Ajker Sylhet

admin

২৬ ডিসে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ণ


বিমানের সিটের নিচে ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ

স্টাফ রিপোর্টার:
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি সিটের নিচে লুকানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এ অভিযান চালায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

স্বর্ণগুলো বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

তিনি জানান, তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!