বিয়াইনের সঙ্গে প্রেমের চরম পরিণতি

Daily Ajker Sylhet

admin

৩১ জুলা ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ


বিয়াইনের সঙ্গে প্রেমের চরম পরিণতি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বন্দরে বিয়াইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কিশোর সুমন। এজন্য বড় ভাইয়ের মারধরের পর সে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বন্দরের লাঙ্গলবন্দ নগর এলাকার প্রতিবেশী কবির হোসেনের টিনের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সুমন (১৬) বন্দরের ধামগড় ইউনিয়নের পিচকামতাল গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

প্রতিবেশী ও এলাকাবাসী জানান, সুমন বড় ভাই শাহজাহান মিয়ার শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকালে সুমনকে তার বড় ভাই শাহজাহান, কবির, সুজন ও মাসুমসহ কয়েকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেন। সোমবার রাতে কোনো এক সময় কবিরের বাড়ির টিনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে সুমন। এরপর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

বন্দর থানার এসআই মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!