স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রোববার। সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার ৮৯ ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। শুধু ব্যাটল পেপার রোববার ভোট ৩টা থেকে পাঠানো শুরু হবে। ব্যাটল পেপার পাঠানোর সময় সাংবাদিকরা উপস্থিত থাকার আহবান জানিয়েছেন দায়িত্বশীলরা।
শনিবার সকাল ৯টা থেকে দুইটি বুথের মাধ্যমে ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার। নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন প্রত্যেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় তাদের সাথে আনসার ও পুলিশ সদস্যরা ছিলেন।
নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ, আনসার সদস্যরা ছাড়াও, সেনাবাহিনী, বিজিবি ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা থাকবেন। একই সাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্র ভিত্তিক স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে।
ভোট কেন্দ্র এবং আশপাশের কোন নিরাপত্তার শংকা নেই জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। কোন ধরনের শংকার আশংকা নেই। আমাদের জায়গা থেকে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।