Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন অসূস্থ

admin

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ০৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ০৪:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন অসূস্থ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার দীর্ঘ সময়ের সাবেক প্রশাসক ও সাবেক ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন গুরুতর অসূস্থ। তিনি বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁঁর আশু সূস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

Manual8 Ad Code

একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে তফজ্জুল হোসেনের বেশ সুখ্যাতি রয়েছে।

Manual7 Ad Code

তাঁর পিতা শহীদ তাহির আলী এবং ভাই শহীদ নিজাম উদ্দিন মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হায়েনাদের হাতে খুন হন। তাঁর আরেক ভাই আলতাফ হোসেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আততায়ীদের হাতে নির্মমভাবে নিহত হন।

গত পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে তিনি পরাজিত হন।

Manual2 Ad Code

রবিবার দুপুরে তাঁকে দেখতে যান বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, প্রধান নির্বাহী নিকুঞ্জ ব্যানার্জি প্রমুখ।

শেয়ার করুন