বিয়ানীবাজারের ১২টি হাট-বাজার ইজারা
১১ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হাট-বাজার ইজারা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত দরপত্র খোলার সময়ে ব্যাপক নিরাপত্তায় দরপত্র বাক্সটি খোলা হয়। এবারই প্রথম হাট-বাজার ইজারার ক্ষেত্রে নজিরবিহীন কঠোরতা অবলম্বন করে প্রশাসন।
সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার মোট ২৫টি হাট-বাজার ইজারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এলক্ষে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ইজারার ফরম প্রদান করা হয়। বুধবার ইজারা মূল্য উল্লেখপূর্বক তা জমা দেন ইজারা নিতে আগ্রহীরা। এদিন বিকাল ৪টায় ইজারার বাক্স সিলগালা করে থানায় পুলিশের হেফাজতে পাঠিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে ইজারার বাক্স খুলেন প্রশাসনের কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা যায়, বারইগ্রাম, চারখাই, দুবাগ, রামধাসহ মোট ১২টি হাট-বাজার এদিন ইজারা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জানান, সরকারি বিধি মোতাবেক হাট-বাজার ইজারার ক্ষেত্রে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। থানা একটি সুরক্ষিত জায়গা, নিরাপত্তার স্বার্থে ইজারার বাক্স থানায় রাখা হয়।
উপজেলায় হাট-বাজার ইজারার ক্ষেত্রে কঠোরতা গ্রহণ করায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিয়ানীবাজারের মানুষ।
মন দিলাম প্রাণ দিলাম আরকি দেওবো পাখি