বিয়ানীবাজারে অটোরিক্সা চো র চক্রের ৪ সদস্য গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

২৪ অক্টো ২০২৩, ০৬:৩০ অপরাহ্ণ


বিয়ানীবাজারে অটোরিক্সা চো র চক্রের ৪ সদস্য গ্রেফতার

আবুল হাসান:
সিলেটের বিয়ানীবাজার অটোরিক্সা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন পশ্চিম নয়াগ্রামের মৃত সমেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২), দক্ষিণ ফতেহপুরের মৃত আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২৭) ও আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), নয়াগ্রামের ভাড়াটিয়া মৃত মোজাফফর আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ব্যাটারী চালিত টমটম গাড়ি ও ব্যাটারী চুরি করে অন্যত্র বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সংক্রান্ত মামলা (মামলা নং-১১, তারিখ-২৩/১০/২০২৩খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১৩) ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!