Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৩ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা, গাঁজা, নগদ টাকাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আব্দুর রহমান মনু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত মনু পৌরশহরের ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত: ১০টি মামলা রয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর সাকিনস্থ মনুর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ৩০ হাজার টাকা ও গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেটের পুলিশ সুপার আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমানের নির্দেশনা এবং তদারকিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী, এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল হামিদ সঙ্গিয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন