বিয়ানীবাজারে গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত
০৭ ডিসে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরশহরের কসবায় গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের ত্রিমুখি বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চলতি ডিসেম্বর মাসে সংগঠনের কাউন্সিল সম্পন্ন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও আগামী ১৪ ডিসেম্বর সাধারণ সভা ও আসন্ন নতুন কমিটি বর্ধিতকরণের সিদ্ধান্ত নেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামী সাধারণ সভায় নতুন সদস্যগণকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুৃল হোসেনের পরিচালনায় এতে কার্যনির্বাহী কমিটির বেশীরভাগ সদস্য উপস্থিত ছিলেন।