বিয়ানীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Daily Ajker Sylhet

admin

২১ এপ্রি ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
সদ্য ঘোষিত বিয়ানীবাজার উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রোববার দুপুরে স্থানীয় ছাত্রলীগের প্রাচীন মূলধারা গ্রæপ এই কর্মসূচি পালন করে। এতে অগঠনতান্ত্রিক উপায়ে বহিরাগত ও অছাত্রদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবী জানিয়ে নানা শ্লোগান দেয়া হয়।

পৌরশহরের সওজ ডাকবাংলো থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সড়ক অবরোধ করে মূলধারা গ্রæপের নেতাকর্মীরা। অচিরেই ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করলে দূর্বার আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতাকর্মীরা। পরে পুলিশ এসে সড়ক অবরোধ তুলে দেয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রনি রেজা, নাইম উদ্দিন খান, মাজেদুল হক শিপু, তরিকুল ইসলাম, মাহবুব আহমদ, ফারহান মহি, জুনেদ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।

 

Sharing is caring!