বিয়ানীবাজারে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: জনমনে স্বস্থি
০৮ জুন ২০২৪, ০৩:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
জুয়ার অস্তানায় অভিযান চালিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। এতে ১১জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কোনাগ্রামে চিহ্নিত জুয়ার অস্তানায় অভিযানে জনমনে স্বস্থি বিরাজ করছে।
থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জকিগঞ্জ সার্কেল এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশে শুক্রবার দিবাগত রাতে একটি আভিযানিক দল উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৫ হাজার ৭’শ টাকাসহ ১১জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হচ্ছে-উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে লিটন আহমেদ ও একই এলাকার মৃত হাজী ইয়াছিন আলীর ছেলে আব্দুর রব, পৌরসভার নিদনপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আবু বক্কর ও একই এলাকার মৃত ছিকান্দর মালীর ছেলে আব্দুল মনাফ, মোল্লাপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে লিটন আহমদ, পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে জামিল আহমদ, তিলপাড়া ইউনিয়নের উলুউরি গ্রামের মৃত মনজির মিয়ার ছেলে ফয়েজ আহমদ, লাউতা ইউনিয়নের জলঢুপ পাতিটিকর এলাকার মৃত তফজ্জুল আলীর ছেলে সাহাব উদ্দিন, দুবাগ ইউনিয়নের সাদিমাপুর এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে লিটন আহমেদ, পৌরসভার মোল্লাপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মোঃ শামসুল ইসলাম, তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামের আজিজুল হকের ছেলে আলী হোসেন।