Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী জাকির হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আসামী সিএনজি অটোরিক্সা চালক বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, সিএনজি অটোরিক্সা করে যাতায়াতের একপর্যায়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন জাকির। পরবর্তীতে সে বিবাহিত জানতে পেরে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটান তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে জাকির ওই তরুণীকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার গোপন সংবাদ পেয়ে সে তাদের বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই তরুণী প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

সেখান থেকে চিকিৎসা নিয়ে থানায় এসে নিজেই মামলা দায়ের করেন ওই তরুণী।

Manual6 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, ধর্ষণের মামলা রুজু করে গ্রেফতার আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন