বিয়ানীবাজারে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

Daily Ajker Sylhet

admin

২৫ আগ ২০২৪, ০৪:৪২ অপরাহ্ণ


বিয়ানীবাজারে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ এর সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিয়ানীবাজারের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন অকিল উদ্দিন আহমদ।

তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, তার প্রথম কাজ পুলিশের উপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

সাংবাদিক নেতৃবৃন্দ বিয়ানীবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় গণমাধ্যমের বিস্তৃতি এবং সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি দায়ের হওয়া একটি মামলায় বিয়ানীবাজারের ৫ জন সাংবাদিককে জড়ানোর প্রতিবাদ জানান এবং তাদের অব্যাহতি প্রদানে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি এম হাসানুল হক উজ্জ্বল, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, প্রেসক্লাব সদস্য ও দিনকাল প্রতিনিধি মো: জহির উদ্দিন, সদস্য আবুল হাসান, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, এসআরআই টিভির সাকের আহমদ, দিবালোক’র স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, এসআরআই টিভির রুহেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর গত শুক্রবার বিয়ানীবাজার থানায় নতুন ওসি হিসেবে অকিল উদ্দিন আহমদ যোগদান করবেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

Sharing is caring!