বিয়ানীবাজারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
৩০ নভে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। তার বাড়ি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ সালমান আহমদ (১৩) আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার আব্দুল ফাত্তাহ’র পুত্র। সে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দাওরা শাখা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে বুধবার বাড়িতে এসেছিল।