Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে বাঁশঝাড়ের ভিতর থেকে শটগান উদ্ধার

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে বাঁশঝাড়ের ভিতর থেকে শটগান উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

বিয়ানীবাজারে বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ১২ বোর শটগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১টি শটগান উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাউতা ইউনিয়নের জলঢুপ কালিবহর এলাকায় বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি শটগান উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি দেশীয় ১২ বোর শটগান। সহজে বহন এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য এটিকে এয়ারগান থেকে ১২ বোর কার্টিজ ফায়ারের উপযুক্ত করা হয়। বর্তমানে এটি সচল রয়েছে।

 

র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৪টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন ৪টি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে যা সর্বমহলে প্রসংশিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Manual2 Ad Code

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual8 Ad Code

শেয়ার করুন