বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
০৩ মে ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ মে শুক্রবার ৮টা ৩০ মিনিটের দিকে বালুবাহী ট্রাক এর ধাক্কায় চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শিবলু আহমেদ (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের বাড়ি চারখাই ইউনিয়নে হলেও বর্তমানে তারা পৌর এলাকার খাসা পন্ডিতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। বিয়ানীবাজার থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহত যুবকের লাশ উদ্বার করে বিয়ানীবাজার থানা হেফাজতে রাখা হয়েছে বলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এতথ্য জানিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন খাসা প্রাইমারি স্কুলের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল আরোহি নিহত হয়েছেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করেছে এবং ঘাতক ট্রাক কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।