Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে বিট পুলিশিং নিয়ে ওসির মতবিনিময়

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে বিট পুলিশিং নিয়ে ওসির মতবিনিময়

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ স্থানীয়ভাবে বিট পুলিশিং কার্যক্রম শুরু করতে উদ্যোগ নিয়েছেন। উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বাজারে (থানা বাজার) বিট পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনতার কাতারে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। যথাযথ সংস্কার শেষে পুুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার। সব জঞ্জাল পিছনে ফেলে পুলিশ হবে সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত এক বাহিনী।

Manual8 Ad Code

রবিবার বিকেলে লাউতা ইউপি চেয়ারম্যান মো: দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে অকিল উদ্দিন আহমদ আরোও বলেন, বিয়ানীবাজারকে মাদক-সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের ভূমিকা নেয়া হবে। এক্ষেত্রে বিট পুলিশকে সহায়তা করতে সাধারণ জনগনের প্রতি আহবান জানান তিনি।

এদিকে একইদিন সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা করেন ওসি। থানার নিজ কক্ষে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ পূজার কার্যক্রম নির্ভিঘ্ন করতে পুলিশ সবধরনের সহায়তা করবে। সংগঠনের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে ছিলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন