বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত: জি.সি দেব’র গ্রামের বাড়িতে পুষ্পশ্রদ্ধা

Daily Ajker Sylhet

admin

১৪ ডিসে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত: জি.সি দেব’র গ্রামের বাড়িতে পুষ্পশ্রদ্ধা

স্টাফ রিপোর্টার:
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করেছে বিয়ানীবাজারবাসী। উপজেলার কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-বিডিপি, ফায়ার সার্ভিসসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে শহীদ হওয়া বিয়ানীবাজারের সন্তান ড. জিসি দেব’র এর স্মরণে লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মসজিদ, মন্দির, গির্জায় ও প্রার্থনালয় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Sharing is caring!