মো: আবুল হাছান আহমদ:
শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের নামে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর সড়কের নামকরণ হচ্ছে । সড়কটির সংস্কারের কাজ শেষে দ্রুত প্রবেশমুখে নামফলক লাগানো হবে বলে জানা গেছে। বিয়ানীবাজার পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কের সংস্কার কাজ শুরু করছে। নতুন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পরই নামকরণ ও সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করেন।
পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ৮১ লক্ষ টাকা ব্যয়ে ফতেহপুর পয়েন্ট থেকে হায়দর শাহ (র) মাদ্রাসা পর্যন্ত আরসিসি ঢালাই কাজ করা হবে। ইতোমধ্যে এই সংস্কার কাজের অনুমাদন পাওয়া গেছে। এখন টেন্ডার প্রক্রিয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে। তিনি আরোও জানান, দাপ্তরিকভাবে এখনো পর্যন্ত রাস্তার নামকরণ নিয়ে কোন নির্দেশনা আসেনি। তবে নামকরণের অনুমাদনের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওই রাস্তাটি শহীদ সাংবাদিক তুরাবের নামে নামকরণ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মাস্টার আব্দুর রহীমের ছেলে। তার পিতা আব্দুর রহীম ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।