বিয়ানীবাজারে হাইকোর্টের স্থিতাবস্থার পরও রাস্থা বন্ধ করে প্রতিবন্ধকতার অভিযোগ

Daily Ajker Sylhet

admin

০৮ জুলা ২০২৪, ০৭:১৬ অপরাহ্ণ


বিয়ানীবাজারে হাইকোর্টের স্থিতাবস্থার পরও রাস্থা বন্ধ করে প্রতিবন্ধকতার অভিযোগ

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের আজির মার্কেটে হাইকোর্টের স্থিতাবস্থার পরও রাস্থা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে মার্কেটের বানিজ্যিক পরিবেশে বিঘœ সৃষ্টির পাশাপাশি অন্তত: ৪টি ব্যাংকের কার্যক্রমে বিপত্তি ঘটছে। মার্কেটের একাংশের মালিক, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন এমন অভিযোগ জানিয়ে বিয়ানীবাজার থানা, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

জানা যায়, উপজেলার ফতেহপুর মৌজার জেএল নং ১০৬, দাগ নং ১৪৩২ ও ১৫০৯-এ প্রবাসী ফারুক উদ্দিনের মালিকানাধীন একাধিক মার্কেট ও ভবন রয়েছে। এসব মার্কেটে ৪টি বাণিজ্যিক ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু জমিজমা নিয়ে বিরোধের জের ধরে অপর পক্ষ ওই বিপনী বিতানের সামনে ভবন নির্মাণ করতে চায়। এজন্য তারা চলাচলের রাস্থার উপর নির্মাণ সামগ্রী এনে রেখেছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে মার্কেট ও ভবনের মালিক ফারুক উদ্দিন জানান, আমার প্রতিপক্ষের এমন প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি জানতে পেরে ২০২৩ সালের ১লা আগস্ট হাইকোর্টে একটি রীট পিটিশন (নং ৫৬৮/২০২৩) দায়ের করি। আদালত আমার আবেদনে সন্তুষ্ট হয়ে ওই রাস্থায় কোন ধরনের নির্মাণ কাজ না চালাতে স্থিতাবস্থা জারী করেন। যা এখনো বহাল আছে। তিনি অভিযোগ করেন, এরপরও ওই রাস্থার উপর নির্মাণ সামগ্রী এনে রাখা হয়েছে। আমি বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোন প্রাতকার পাচ্ছিনা।

Sharing is caring!