বিয়ানীবাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

১১ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ণ


বিয়ানীবাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌর এলাকার দাসগ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম আহমদ (৩৫) দাসগ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম’র নির্দেশনায় এসআই রিগ্যান ও এএসআই মোস্তফা তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ২০১৯ সালের বিয়ানীবাজার থানার মামলা নং ২৯, তাং ২৫-০৮-২০১৯ এ দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

 

গ্রেফতার শামীমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

তার বিরুদ্ধে আরো একটি চুরির মামলা রয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম ।

 

Sharing is caring!