বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতীক বরাদ্দ: প্রচারণা শুরু
১৮ ডিসে ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান এসময় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন তিনি।
সিলেট-৬ আসনে ৬জন প্রার্থী আছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৫জন প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পরই প্রতিদ্বন্ধি প্রার্থীরা আনুষ্টানিক প্রচারণা শুরু করেছেন। সোমবার বিকেল থেকেই প্রার্থীরা পোষ্টার লাগানোর পাশাপাশি লিফলেট বিলি শুরু করেছেন।
জানা যায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ছড়ি, আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন লাঙল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী পেয়েছেন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান পেয়েছেন মিনার এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।
এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত আসন ভিত্তিক প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা চলমান থাকবে।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ব্যতীত সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন।