বিয়ানীবাজার থানায় চেয়ারম্যান ফোরামের কম্পিউটার সেট প্রদান
১৭ আগ ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
গত ৫ আগস্ট দূর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ বিয়ানীবাজার থানার কার্যক্রম স্বাভাবিক করতে একটি কম্পিউটার সেট প্রদান করেছে স্থানীয় চেয়ারম্যান ফেরাম। গত শুক্রবার বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর’র কাছে এটি প্রদান করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, চেয়ারম্যান আমান উদ্দিন ও সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, কার্যক্রমে গতিশীলতা আনা এবং ক্ষয়ক্ষতি সামলে দ্রুত নতুনরুপে জনগনের সেবা দিতে প্রস্তুত হওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন একসেট কম্পিউটার সিস্টেম প্রদান করেছেন। তিনি চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।