বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

Daily Ajker Sylhet

admin

০২ অক্টো ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ণ


বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

প্রেস বিজ্ঞপ্তি:
ক্যাডার বৈষম্যসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে কর্মবিরতি শুরু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে প্রাথমিকভাবে সোমবার দেশের সব সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ডসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে এই কর্মবিরতি পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি শুরু চলছে। কর্মবিরতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল আলম সহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপস্থিত দায়িত্বশীলরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে এই সর্বাত্মক কর্মবিরতি করতেছি। দাবি আদায় না হলে আগামীতেও এই কর্মসূচি পালন করা হবে।

Sharing is caring!