Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসা হলো না জবার

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ০৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ০৭:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ের পিঁড়িতে বসা হলো না জবার

Manual8 Ad Code

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে জবা বিশ্বাস (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এঘটনা ঘটে। নিহত জবা বিশ্বাস (২৫) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে।

Manual3 Ad Code

পারিবারিক বরাতে পুলিশ জানায়, আনুমানিক ছয় বছর আগে জবা বিশ্বাসের বিয়ে হয়েছিল পাশের বাড়ির গোবিন্দ বিশ্বাসের সাথে। দিব্য বিশ্বাস নামে তার ৫ বছরের একটি ছেলেও রয়েছে। ৩ বছর পূর্বে স্বামী গোবিন্দ বিশ্বাস মারা গেলে জবা বিশ্বাস বাপের বাড়িতেই থাকতেন। এরই মাঝে পার্শ্ববর্তী সোনামপুর গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাসের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জবা বিশ্বাসের। প্রেমের সম্পর্ক থাকায় জবার বাড়িতে সবুজের অবাধ আসা-যাওয়া ছিল।

Manual8 Ad Code

শুক্রবার রাতে সবুজ জবাকে নিয়ে পালানোর চেষ্টাকরলে এসময় জবার বাড়ির লোকজন তাদের আটক করেন। পরবর্তীতে সকলের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। এবং জবাকে কনের সাজে সাজানোর জন্য ঘরে পাঠানো হলে বেশ কিছু সময় পার হওয়ার পর বিয়ের পিড়িতে তার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। এমতাবস্থায় জবা না আসায় খোজ নিতে গেলে দেখা যায় তিনি ঘরে নেই এবং পেছনের দরজা খোলা। তাৎক্ষণিক সবাই ঘরের পেছনে গিয়ে দেখতে পান যে, জবা বিশ্বাস গলায় ওড়না পেছিয়ে ঘরের পেছনের বাঁশ ঝাড়ের সাথে ঝুলছিলেন। পরে রাজনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

Manual1 Ad Code

শেয়ার করুন