Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:১৩ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
বিয়ের বয়স চার মাস। এর মধ্যেই হলেন সন্তানের মা। তাও আবার টালিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। গত বছর পূজার মৌসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন— সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিয়েছিলেন—তাদের জীবনে নতুন সদস্যের আগমন হয়েছে।

আবারও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেওয়া একটি ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে লেখা— সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।’

Manual5 Ad Code

এর আগেই সাধের আসর থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গিয়েছিল— পরিবারের সবাই ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে নাকি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারি ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দুকেরা বলেছিলেন, পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।

Manual6 Ad Code

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাদের কোলে পুত্র নাকি কন্যা এসেছে। মূলত পোস্টটি করেছিলেন অভিনেতা সায়নদীপ। তিনি যৌথভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিমেল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

Manual4 Ad Code

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা দেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

শেয়ার করুন