বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা

Daily Ajker Sylhet

admin

০৭ এপ্রি ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ


বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা

বিনোদন ডেস্ক:
সাধারণত ঈদ ছুটিতে বিয়ের ধুম পড়ে যায়। সেদিক থেকে ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুয়েক দিনের ব্যবধানে পরপর কয়েকটি বিয়ে দেখল বিনোদন জগৎ। এর মধ্যেই ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেছেন গত শুক্রবার (৪ এপ্রিল)। একই দিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সবার বিয়েতে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরাও।

সেই রেশ কাটতে না কাটতেই আবার বিয়ের পিঁড়িতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনকে। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল।

এর মধ্যেই জামিল নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগেই সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’।

জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনে প্রবেশ এ অভিনেত্রী।

বিনোদন জগতের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে অনেকেই।

Sharing is caring!