Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

‘সড়কের জায়গা দখল করে ও বাসিয়া ব্রীজের উপর’ অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ওই ব্যবসায়ীকে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের নেতৃত্বে পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি যানজট নিরসনের জন্য অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

Manual8 Ad Code

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের যানজট নিরসনের জন্য বাসিয়া ব্রীজের উপর ও মুখেসহ সড়কের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনাকারীদেরকে উক্ত স্থানগুলো থেকে নিজেদের দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য একাধিক বার নোটিশ প্রদান করা পরও তারা নিজের দোকান সরিয়ে না নেওয়ার কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পৃথকভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি তাদেরকে উচ্ছেদ করা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন