Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান জানালেন বিয়ানীবাজারের ইউএনও

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
বীর মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান জানালেন বিয়ানীবাজারের ইউএনও

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণকে বিরল সম্মান জানালেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এক অনন্য নজির স্থাপন করলেন।

Manual8 Ad Code

এ সময় ইউএনও গোলাম মুস্তাফা মুন্না বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানার্থে সংবর্ধণা অনুষ্ঠানের পুরো সময় মঞ্চের নিচে দাঁড়িয়ে অনুষ্টান পরিচালনা ও বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা ১৯৭১ সালে নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছিলেন, দেশকে স্বাধীন করতে তারা ছিলেন অকুতভয়, নির্ভীক। তাঁদের অদম্য সাহস, শৌর্য এবং জাতির প্রতি ভালোবাসা এখনো আমাদের সবার হৃদয়ে স্পন্দিত। তাদের ঋণ কোনো দিন শোধ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Manual4 Ad Code

সংবর্ধণা অনুষ্টানের পুরো হল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সদস্যদের উপস্থিতিতে কানায়-কানায় ভর্তি ছিল। সংবর্ধণা অনুষ্টান শেষ হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা আতিক উদ্দিন বলেন, প্রশাসনের বহু কর্মকর্তা এসেছেন-চলে গেছেন। কিন্তু এখনকার ইউএনও’র মত এ ধরণের বিরল সম্মান আমাদের কেউ জানায়নি। পুরো অনুষ্টান দাঁড়িয়ে থেকে পরিচালনা করেন তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন। বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি শারমিন নেওয়াজ, প্রকৌশলী দিপক চন্দ্র নাথ, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

শেয়ার করুন