Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বুরজান চা বাগানে অভিযানে পুলিশ, আটক ১২

admin

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বুরজান চা বাগানে অভিযানে পুলিশ, আটক ১২

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ দিকে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, রবিবার মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোর হতে প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন