Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে: সাবেক আইজিপি মামুন

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ০২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ০২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে: সাবেক আইজিপি মামুন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে।

Manual3 Ad Code

এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এসময় আসামিপক্ষে মো. আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

Manual8 Ad Code

শুনানিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি ৮৫ দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক, অসুস্থ মানুষ। তার রিমান্ড বাতিলেন প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন