Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটিং অসুখের চিকিৎসা নিতে বাংলা টাইগার্সের ক্যাম্পে লিটন

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
ব্যাটিং অসুখের চিকিৎসা নিতে বাংলা টাইগার্সের ক্যাম্পে লিটন

Manual7 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
ফর্মে না থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। বাদ পরার পরই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেঞ্চুরি করেছেন। লিটনের সমস্যা ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে না পারা। বাংলাদেশ দল যখন দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত, এই ডান-হাতি ব্যাটার তখন নিজের সমস্যা খুঁজতে বাংলা টাইগার্সের ক্যাম্পে যুক্ত হয়েছেন। বাংলা টাইগার্সের ক্যাম্প রোববার শুরু হয়েছে মিরপুরে। ২১ ক্রিকেটারকে নিয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। যেখানে জাতীয় দলে বিভিন্ন সময়ে থাকা এবং জাতীয় দলের ভাবনায় থাকা ক্রিকেটারদের ডাকা হয়েছে।

Manual8 Ad Code

লিটনের সঙ্গে এই দলে রয়েছেন মুমিনুল হক, শামীম হোসেন পাটোয়ারী-আফিফ হোসেনরা। ক্যাম্পের দায়িত্বে আছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। অনুশীলন শেষে ৫৪ বছর বয়সি এই কোচ জানলেন, লিটনের সমস্যা খুঁজে বের করতে পেরেছেন। সেটা নিয়েই কাজ শুরু করেছেন।

সোহেল বলেন, ‘তার সমস্যার জায়গায় কীভাবে আরও উন্নতি করা যায় সেসব নিয়ে কথা বলছি। লিটন এখন সাময়িকভাবে লড়াই করছে। তার কিছু জায়গায় মানিয়ে নেওয়ার দরকার আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা আমরা খুঁজে বের করেছি এবং সেভাবেই কাজ শুরু করেছি।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘জাতীয় দলে একজন খেলোয়াড় থেকে কোচিং স্টাফরা কী চায় সেটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য যোগাযোগ রাখা প্রয়োজন। এখান থেকে কোনো খেলোয়াড় জাতীয় দলে গেলে সে যেন প্রস্তুত হয়েই যায়। জাতীয় দলের সামনের খেলাগুলোর কথা মাথায় রেখেই আমাদের এই বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে।’

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ৩ মার্চ শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগ। এপ্রিলের মাঝামাঝি দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। পরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

Manual6 Ad Code

শেয়ার করুন