Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের দায়িত্ব নিয়ে যা বললেন দরিভাল

admin

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রাজিলের দায়িত্ব নিয়ে যা বললেন দরিভাল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন, এটা বেশ পুরাতন খবরই বটে। দরিভালের ক্লাব সাও পাওলো পর্যন্ত জানিয়ে দিয়েছিল, তার বিদায়ের খবর। বাকি ছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চয়তার বিষয়টি। গতকাল বুধবার সেই ঘোষণাও দেয়া হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে।

এর আগে ২২ বছরে ২৫ ক্লাব কোচিং করানো দরিভালকে এবার নিতে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সিবিএফ নিজেই এবার নিশ্চিত করেছে দরিভালের নিয়োগের বিষয়টি। বিবৃতিতে তারা জানিয়েছে, আজ দরিভালকে নেইমার–ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

Manual4 Ad Code

যদিও ঠিক কত দিনের জন্য দরিভালকে কোচ করা হচ্ছে, তা নিশ্চিত করেনি সিবিএফ। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দরিভাল, এটাই অনেকটা নিশ্চিত। দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বাসিত ৬১ বছর বয়েসী এই কোচ।

 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে দরিভাল লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’

 

Manual6 Ad Code

ব্রাজিলের ফুটবলে রীতিমত ক্রাইসিসম্যান এই দরিভাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন অবনমন এড়াতে স্যাম অ্যালারডাইস কিংবা শন ডাইচের ওপর ভরসা রাখে দলগুলো, তেমনি ব্রাজিলের ক্লাবগুলো নিজেদের দুঃসময়ে হাজির হয় দরিভালের দুয়ারে।
‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’
দরিভাল জুনিয়র, ব্রাজিল কোচ

ব্রাজিলের বিখ্যাত ফ্লামেঙ্গো, পালমেইরাস, সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স সহ ২৫টি ব্রাজিলিয়ান ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দরিভাল। এমনকি আজকের দিনের বড় তারকা নেইমার তার সান্তোসে থাকার সময় ছিলেন এই কোচের সাহচর্যেই।

দরিভালকে নিয়ে বলা হয়, অভিজ্ঞ খেলোয়াড় বা তরুণ প্রতিভা সবাইকে সামাল দিতে জানেন। ব্রাজিলিয়ান লিগে বড় দলগুলোর কোচ ছিলেন, সেই সাথে শিরোপা জেতার অভ্যাসও আছে তার। ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোর কঠিন সময়ে তাদের দায়িত্ব নেন। পরে দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তোদেরেস জেতেন। জয় করেছেন কোপা দো ব্রাজিল। সাও পাওলোর দায়িত্ব নিয়ে তাদেরকেও শিরোপা জেতান তিনি।

Manual3 Ad Code

২০১৬ সালে তিতেকে কোচ করার আগেও তাকে বিবেচনা করা হয়েছিল। তিতের বিদায়ের পর ১৩ মাস ঘুরে আবার দরিভালের দ্বারস্থ হচ্ছে ব্রাজিল। সেলেসাওদের কোচ হওয়ার সময় ২২ বছরের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Manual8 Ad Code

শেয়ার করুন