Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ, পাঠানো হলো ঢাকায়

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১২:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১২:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ, পাঠানো হলো ঢাকায়

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌরসদরের পদ্মপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান মুকুল। বাড়ির গেটে রিকশা থেকে নামার পর পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলিতে তিনি পিঠ ও কোমরে গুরুতর আহত হন।

Manual6 Ad Code

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে—পিঠের মাঝ বরাবর দুটি এবং কোমরের নিচে একটি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Manual7 Ad Code

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন