Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাই নিলেন ভাইয়ের প্রাণ

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ০৬:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
ভাই নিলেন ভাইয়ের প্রাণ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। নিহত রুয়েল মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়মের দৌলতখা আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জসিম মিয়া উত্তেজিত হয়ে একটি গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল।

Manual8 Ad Code

তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। পরে ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন