Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ভাঙ্গায় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর

Manual2 Ad Code

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ পরিবহনের বাসচাপায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় দেড় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Manual5 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Manual2 Ad Code

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “সকালে ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, “সকালে হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে দেখি গ্রামের এক কলেজ পড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ মহাসড়কে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে গ্রামবাসীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে দূরপাল্লার কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”

সড়ক অবরোধকারীরা অভিযোগ করে বলেন, সুয়াদী বাসস্ট্যান্ডের পাশ দিয়ে কাইচাইল মডেল হাইস্কুল ও আশপাশের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রতিদিনই বহু মানুষ যাতায়াত করেন। এ এলাকায় অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা গতিরোধক স্থাপন না করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তাদের দাবি, “এখানে দ্রুত গতিরোধক না দিলে সাহিদার মতো আরও মানুষের প্রাণ সড়কে ঝরবে।”

শেয়ার করুন