Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাত খাওয়ার সময় কুড়ালের আঘাত, দুলাভাইয়ের হাতে শ্যালক নিহত

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভাত খাওয়ার সময় কুড়ালের আঘাত, দুলাভাইয়ের হাতে শ্যালক নিহত

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে দুলা ভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক সম্রাট তাতী (২৮) নিহত হয়েছে। নিহত সম্রাট তাতী ওই চা বাগানের মানিক তাতীর ছেলে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত সম্রাট তাতীর ছেলে মানিক তাতী জানান, রাত ১১টার দিকে তার ছেলে নিজ ঘরে ভাত খাইতে বসে। এসময় ভাত খাওয়া নিয়ে সম্রাটের সাথে তার বোন জামাই দুর্লব চাষার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার (ওসি) মোঃ মশিউর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন