Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায় ৫০ শতাংশ পাকিস্তানি

admin

প্রকাশ: ২২ মে ২০২৫ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৫ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায় ৫০ শতাংশ পাকিস্তানি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তত অর্ধেক পাকিস্তানি যুদ্ধবিরতির পর বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে। দ্য নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

Manual5 Ad Code

তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন। তারা প্রথমে দুই দেশের মধ্যকার সকল অমীমাংসিত সমস্যার সমাধান দাবি করেছেন। গত ১২ থেকে ১৮ মে এই গবেষণাটি করেছে গ্যালাপ পাকিস্তান। জরিপে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে কয়েক শত পাকিস্তানিকে নির্বাচিত করা হয়েছিল

Manual5 Ad Code

কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নে জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন যে, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যায়। তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন।

Manual1 Ad Code

এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এটি প্রত্যাখ্যান করেছেন।

Manual3 Ad Code

যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে।

শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনও কিছু বলতে চায়নি। এ ছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনও ধরনের মতামত প্রদান করেননি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা আক্রমণ চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষমেশ দেশ দুইটির যুদ্ধবিরতি হয়। যদিও এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা নেই বলে দাবি করেছে ভারত। তবে এখনো ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে। এমন পরিস্থিতিতে গ্যালাপ পাকিস্তান এই জরিপ প্রকাশ করলো।

শেয়ার করুন