Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে কা*রা*ভোগের পর সিলেটে ফিরলেন ১৭ বাংলাদেশি

admin

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতে কা*রা*ভোগের পর সিলেটে ফিরলেন ১৭ বাংলাদেশি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক।বুধবার দুপুরে দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত। পরে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে।

Manual7 Ad Code

কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

Manual2 Ad Code

ফেরত আসা ব্যক্তিরা হলেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫), জুমা আক্তার (৩০)।তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দেশে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন