Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ ম্যাচের আগে পুনেতে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারত-বাংলাদেশ ম্যাচের আগে পুনেতে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনেতে। ম্যাচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ১ হাজার ১৭৭ পুলিশ মোতায়েন করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

Manual5 Ad Code

কর্মতাদের মতে, পুনে এবং পিম্পরি-চিঞ্চওৃয়াড় থেকে ১০০ জনের বেশি পুলিশ অফিসারকে শহরে এবং গাহুঞ্জে এলাকার স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ) আর রাজা বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশ উভয় দলই পুনে শহরের হোটেলগুলোতে উঠেছে। তাই আমরা পর্যাপ্ত নিরাপত্তা সতর্কতা অবলম্বন করেছি এবং নিশ্চিত করছি যেন শহরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

Manual7 Ad Code

রাজার মতে, হোটেল নিরাপত্তায় ২৬ জন সিনিয়র পুলিশ অফিসারসহ ২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

পিমপ্রি চিঞ্চওয়াদ পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ) শিবাজি পাওয়ার বলেছেন, ‘সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ভাগ করা হয়েছে— স্টেডিয়াম এবং দর্শকদের নিরাপত্তা, ট্রাফিক এবং পার্কিং ব্যবস্থা ও ক্রিকেট দলের নিরাপত্তা। সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।’

Manual4 Ad Code

পাওয়ার আরও বলেছেন, চেন্নাইয়ের মাঠে অজানা ব্যক্তিদের প্রবেশের বিষয়টি বিবেচনা করে পুলিশ সীমানা রেখা বরাবর একটি বিশেষ বাহিনী রেখেছে যাতে মাঠে অজানা ব্যক্তিদের প্রবেশ এড়ানো যায়।

শেয়ার করুন