‘ভালোবাসাই অনুপ্রেরণা জোগায়!’

Daily Ajker Sylhet

admin

২৬ নভে ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ


‘ভালোবাসাই অনুপ্রেরণা জোগায়!’

বিনোদন ডেস্ক:
দক্ষিণের পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী পূজা হেগডে। বর্তমানে দুই ইন্ডাস্ট্রির একাধিক আলোচিত কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে ‘দেবা’ শিরোনামের একটি সিনেমায়। যেখানে অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সিনেমাটি ঘিরে এরইমধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মাঝে। বিষয়টি চোখে পড়েছে পূজারও।

তিনি বলেন, ‘ভক্তদের এমন ভালোবাসার জন্যই কাজের অনুপ্রেরণা পাই। আমার বিশ্বাস, এই ধারাবাহিকতা সিনেমাটি মুক্তির পরও থাকবে। কারণ দেবা আমার ক্যারিয়ারের বিশেষ একটি কাজ। সিনেমাটির গল্পও খুব ইউনিক। যেখানে থ্রিলারের সঙ্গে প্রেম এবং বিনোদনের সকল রসদ একসঙ্গে পাবেন। তাছাড়া এতে ভিন্ন এক পূজাকে দেখতে পাবেন আমার ভক্তরা। সিনেমাটি নিয়ে সত্যি আমি উচ্ছ্বসিত।’

এছাড়াও নিজের বলিউড যাত্রা এবং দুই ইন্ডাস্ট্রির পার্থক্য প্রসঙ্গে পূজা আরও বলেন, ‘দেখুন, সবে বলিউডে যাত্রা শুরু করেছি। এখানে আমি এখন শিশুর মতো। আমি কী করতে পারি বা করতে চাই সেটা দেখানোর জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। তবে আমি যখন অভিনয় যাত্রা শুরু করি তখন বলিউড-দক্ষিণকে ভাগ করিনি। আমি শুধু যে কাজটি আমরা সঙ্গে মানানসই সেই কাজটি করার চেষ্টা করেছি। আমি গর্বিত, কারণ আমি সেটা করতে পেরেছি এবং দর্শকরা তাদের হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন।’

Sharing is caring!