Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: ব্রাজিল কোচ

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: ব্রাজিল কোচ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এবারের ব্যালন ডি’অর পেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। অনেকের মতে এই পুরষ্কারের যোগ্য ছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তাই অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড় ভিনিসিয়ুসের পাশে দাঁড়াচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র।

Manual2 Ad Code

শুক্রবার (১ নভেম্বর) বিশ্বকাপের বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণার সময় ব্যালন ডি’অর প্রসঙ্গে কথা বলেন সেলেসাও কোচ। ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Manual7 Ad Code

দরিভাল বলেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

Manual8 Ad Code

অবশ্য রদ্রিরও প্রশংসা করেছেন দরিভাল। তিনি আরও বলেন, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে।’

তবে ভিনিসিয়ুসই যোগ্য ছিলেন উল্লেখ করে সেলেসাও কোচ বলেন, ‘কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’

শেয়ার করুন