Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিসানীতির ব্যাপার কি বলছে র‌্যাব?

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৩:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৩:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
ভিসানীতির ব্যাপার কি বলছে র‌্যাব?

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি প্রয়োগ শুরু করার ঘোষণা দিয়েছে সেটা একটি সুনির্দিষ্ট দেশের ব্যাপার বলে মনে করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র‌্যাব তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসানীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

খন্দকার আল মঈন বলেন, দেখুন আপনারা যে ভিসানীতি বা স্যাংশনের কথা বলছেন সেটা ২০২১ সালের ডিসেম্বরে। আমাদের কয়েকজন কর্মকর্তা ও র‌্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছিল। যেটা এখনো বলবৎ আছে। ফলে এই বিষয়টি আমাদের কাছে নতুন না। আমরা মনে করি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটি সমাজ গঠনে কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু আমাদের কাজ সেইভাবেই করে যাচ্ছি।

Manual3 Ad Code

স্যাংশন বা ভিসানীতি এটি একটি সুনির্দিষ্ট দেশের ব্যাপার জানিয়ে তিনি আরও বলেন, এটা তাদের বিবেচনা, তাদের বিষয়। এখানে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনো ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জামায়াতুল হিন্দাল আল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের গোড়া থেকে উপড়ে ফেলা- এই কাজগুলো কিন্তু থেমে নেই।

আল মঈন বলেন, আমরা জঙ্গিবাদমুক্ত একটি সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমাদের কাজগুলো কিন্তু থেমে নেই।

Manual1 Ad Code

শেয়ার করুন